- উপজেলার কৃষি বিষয়ক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা এবং উপজেলার পরিকল্পনা যাচাই-বাছাই ক্রমে একত্রীভূত করে জেলার মৌসুম ভিত্তিক কৃষি বিষয়ক পরিকল্পনা তৈরী করা;
- গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক রিভিউ ওয়ার্কসপে মাঠের ফিডব্যাক, এ্যাডাপটিভ রিসার্স ও অন্যান্য মাঠ গবেষণা কার্যক্রমে গবেষণা প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান; নতুন প্রযুক্তি বিষয়ে তথ্যের আদান প্রদানে গবেষণা প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন;
- মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কেন্দ্রিয় দপ্তরের কারিগরী উইং এর পরিচালকদের মধ্যে সংযোগ রক্ষা করা; তাদেরকে তথ্য প্রদান করা; মাঠে ব্যবহারের জন্য সম্প্রসারন পদ্ধতি ও বার্তা সংগ্রহ করা;
- জেলা ও উপজেলা পর্যায়ে ফসল উৎপাদন উপকরন তথা, বীজ, সার এর চাহিদা নিরূপন করে এবং বাজারজাত ব্যবস্থাপনা কাজ তদারক করা ও প্রাপ্যতা নিশ্চিত করা ;
- উৎপাদন, সংগ্রহ ও বিতরণে অন্যান্য সংস্থাকে সহায়তা করা ;
- কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রযুক্তি সহায়তা, প্রদর্শনী স্থাপন ইত্যাদি
- উচ্চমূল্য ফসলের আবাদ বৃদ্ধিতে কৃষককে প্রযুক্তি সহায়তা করা ;
- দূর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি পুনর্বাসন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়ন;
- কীটনাশক, সার ইত্যাদির মান নিয়ন্ত্রন ও সুষম ব্যবহার নিশ্চিতকরণ ;
- উৎপাদন খরচ নির্নয়ের মাধ্যমে কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষককে সহায়তা দান;
- পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচের পানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা;
- ফল ও সবজি চাষ তথা উদ্যান ফসলের আবাদ সম্প্রসারণে বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ;
- খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ;
- কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রমে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি করা ;
- রাজস্ব ও উন্নয়ন খাতের বাজেট প্রসত্মাবনা তৈরী এবং কেন্দ্রিয় দপ্তরে প্রেরন;
- জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, কৃষি বিষয়ক বিভিন্ন সভায় অংশগ্রহণ করে কর্মসূচী গ্রহণ করা;
- উদ্ভিদ সংরক্ষণ বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ করা’
- সকল স্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরূপন কাজ তদারক করা; এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রসত্মাবনা তৈরী করা;
- উপজেলা পর্যায়ে এসএএওদের নিয়মিত পাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচী বাসত্মবায়ন কাজ তদারক এবং জেলায় বিভাগীয় কর্মকর্তাদের মাসিক সভা আয়োজন ও প্রশিক্ষণ প্রদান;
- কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS