উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। ফরিদা মঞ্জিল, ১২৬/১১ উত্তর চাষাড়া, চাঁনমারি, নারায়ণগঞ্জ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি কৃষি বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠান। এ অধিদপ্তরের মূল দায়িত্ব হচ্ছে আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখা। কৃষি উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত সকল সংস্থা/প্রতিষ্ঠানের কাজের সাথে সমন্বয় সাধন করে দেশের কৃষি উন্নয়নের গতি ধারা কে বেগবান করা। এ লক্ষ্যে কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্প্রসারণ এবং সরকারের কৃষি বিষয়ক সকল কর্মসূচী বাস্তবায়নের কাজে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষি পরিবেশ, কৃষকের আর্থ-সামাজিক অবস্থা, কৃষকের চাহিদা ও বাজার চাহিদা ইত্যাদি বিষয় বিবেচনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় কৃষি সেবাপ্রদান করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস